bn_tw/bible/names/euphrates.md

2.1 KiB

ইউফ্রেটিস নদী, নদী

তথ্য:

ইউফ্রেটিস হল চারটি নদীর মধ্যে একটার নাম যা এদোন উদ্যানের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে| এটা সেই নদী যেটাকে বাইবেলে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে|

  • আধুনিক দিনের ইউফ্রেটিস নামের নদীটি মধ্য পূর্বে অবস্থিত ও সবচেয়ে দীর্ঘ ও এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী|
  • টাইগ্রিস নদীর সঙ্গে, ইউফ্রেটিস মেসোপটেমিয়া নামে পরিচিত একটি এলাকার সীমানা|
  • উরের প্রাচীন শহর যেখানে আব্রাহাম ইউফ্রেটিস নদীর উত্স থেকে এসেছিলেন|
  • এই নদী একটি জায়গার সীমানা ছিল যেটা ঈশ্বর আব্রাহামকে দেবে বলে প্রতিজ্ঞা করেছিলেন| (আদিপুস্তক 15:18).
  • কোনো কোনো সময় ইউফ্রেটিসকে সাধারণভাবে “নদী” বলে ডাকা হত|

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামগুলি অনুবাদিত হবে)

বাইবেলের উল্লেখগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H5104, H6578, G2166