bn_tw/bible/kt/anoint.md

5.0 KiB

অভিষেক, অভিষিক্ত, অভিষেক করা

সংজ্ঞা :

“অভিষেক” শব্দটার মানে একজন ব্যক্তির বা বস্তুর ওপর তেল ঘষে লাগানো বা ঢালা | কিছুসময় তেলে মশলা মেশানো থাকত, এটা একটা সুন্দর, সুগন্ধি গন্ধ দিত | এই শব্দটা রূপক হিসাবেও ব্যবহিত হয়েছে উল্লেখ করার জন্য যে পবিত্র আত্মা কাউকে নির্বাচন এবং শক্তিযুক্ত করেছেন |

  • পুরাতন নিয়মে, যাজক, রাজা এবং ভাববাদীদের তেল দিয়ে অভিষিক্ত করে তাদের পৃথক করা হত ঈশ্বরের বিশেষ সেবার জন্য |
  • বস্তু যেমন বেদী বা কুটিরপর্বও অভিষিক্ত করা হত তেল দিয়ে দেখানোর জন্য যে তাদের উপাসনায় ব্যবহিত করা হত এবং ঈশ্বরের গৌরব করত |
  • নতুন নিয়মে, অসুস্থ লোকেদের তেল দিয়ে অভিষিক্ত করা হত তাদের সুস্থতার জন্য |
  • নতুন নিয়মে দুবার লিখিত আছে যে যীশু সুগন্ধ তেল দিয়ে অভিষিক্ত হয়েছিলেন একজন মহিলার দ্বারা, উপাসনার একটা কাজ হিসাবে | একটা সময় যীশু মন্তব করেছিলেন যে এটা করার মধ্যে দিয়ে সে তাঁকে প্রস্তুত করছিলেন ভবিষ্যতের কবরের জন্য |
  • যীশুর মৃত্যুর পর, তাঁর বন্ধুরা তাঁর দেহ তেল ও মশলা ঘষে লাগিয়ে কবর দেওয়ার জন্য প্রস্তুত করছিলেন |
  • “অভিষিক্ত” পদবিটা (ইব্রীয়) এবং “খ্রীষ্ট” (গ্রীক) মানে “অভিষিক্ত ব্যক্তি |”
  • যীশু সেই অভিষিক্ত একজন যিনি মনোনীত এবং ভাববাদী, মহাযাজক এবং রাজা হিসাবে অভিষিক্ত |

অনুবাদের পরামর্শ:

  • প্রেক্ষাপটের উপর নির্ভর করে, “অভিষিক্ত” শব্দটা অনুবাদ করাযেতে পারে যেমন “তেল ঢালা” বা “তেল রাখা” বা “সুগন্ধি তেল ঢালার মধ্যে দিয়ে পবিত্র করা |”
  • “অভিষিক্ত হওয়া” অনুবাদ করাযেতে পারে যেমন “তেল দ্বারা পবিত্র হওয়া” বা “নিযুক্ত হওয়া” বা “পবিত্র হওয়া |”
  • কিছু কিছু প্রেক্ষাপটে “ অভিষিক্ত” শব্দটা অনুবাদ করাযেতে পারে “নিয়োগ” হিসাবে |
  • একটি বাকাংশ যেমন “ সেই অভিষিক্ত যাজক,” অনুবাদ করাযেতে পারে যেমন “সেই যাজক যিনি তেল দ্বারা পবিত্রকৃত” বা “তেল ঢালার দ্বারা সেই যাজক যাকে পৃথক করা হয়েছে |”

(এছাড়াও দেখুন: খ্রীষ্ট, পবিত্র, মহাযাজক, যিহুদার রাজা, যাজক, ভাববাদী)

বাইবেলের তথ্যসূত্র :

শব্দ তথ্য:

  • Strong's: H47, H430, H1101, H1878, H3323, H4397, H4398, H4473, H4886, H4888, H4899, H5480, H8136, G32, G218, G743, G1472, G2025, G3462, G5545, G5548