bn_tw/bible/other/mystery.md

1.6 KiB

রহস্য, রহস্যময়, গোপন সত্য, গোপন সত্যগুলো

সংজ্ঞা:

বাইবেলে, “রহস্য” শব্দটা উল্লেখ করে কোনকিছু অজানা বা বোঝা শক্ত যা ঈশ্বর এখন ব্যখ্যা করছেন |

  • নতুন নিয়ম বর্ণনা করে যে খ্রীষ্টের সুসমাচার ছিল রহস্যময় যা অতীতকালে জানা ছিল না |
  • একটা নির্দিষ্ট সুত্র ব্যখ্যা করে রহস্য হিসাবে যে যিহুদী এবং পরজাতি খ্রীষ্টে এক হবে |
  • এই শব্দটা এভাবেও অনুবাদ করাযেতে পারে যেমন “গোপন” বা “গোপন বিষয়” বা “কোনকিছু অজানা |”

(এছাড়াও দেখুন: খ্রীষ্ট,পরজাতি,সুসমাচার,যিহুদী,সত্য)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H1219, H7328, G3466