bn_tw/bible/kt/gentile.md

2.9 KiB

অযিহূদী, অযিহূদীরা

বিষয়বস্তু

“অযিহূদী” বলতে তাদেরকে বোঝায় যরা যিহূদী নয়৷ অযিহূদীরা হল সেই সমস্ত লোক যারা যাকোবের বংশধর নয়৷

  • বাইবেলে, “অছিন্নত্বক” শব্দটিকে রূপক অর্থে অযিহূদীদের বোঝাতে ব্যবহার করা হয়েছে, কারণ ইস্রায়েলীয়রা যেমনভাবে তাদের পুরুষ সন্তানদের ত্বক্ছেদ করে তেমনভাবে তাদের অনেকেই তাদের পুরুষ সন্তানদের ত্বক্ছেদ করেনা৷
  • কারণ ঈশ্বর যিহূদীদের তাঁর বিশেষ প্রজা হওয়ার জন্য বেছে নিয়েছিলেন,তারা অযিহূদীদের বিষয়ে মনে করত যে তারা হল বাইরের লোক যারা কখনই ঈশ্বরের প্রজা হতে পারবে না৷
  • ইতিহাসে বিভিন্ন সময়ে যিহূদীদের কখনো “ইস্রায়েলীয়” বা “ইব্রীয়” বলে সম্মোধন করা হয়েছে৷ তারা অন্যান্য সবাইকে অযিহূদী বলত৷
  • অযিহূদী শব্দটিকে এইভাবেও অনুবাদ করা যেতে পারে, “যে যিহূদী নয়,” বা, “অযিহূদীয়,” বা, “যে ইস্রায়েলীয় নয় (পুরাতন নিয়মে),” বা, “অযিহূদী৷”
  • পরম্পরাগতভাবে যিহূদীরা কখনই অযিহূদীদের সঙ্গে খাওয়া-দাওয়া বা মেলামেশা করত না, তাই মণ্ডলীর প্রথম দিকে এই বিশয়টি অনেক সমস্যা নিয়ে এসেছিল৷

(দেখুন: ইস্রায়েল, যাকোব, যিহূদী)

বাইবেলের পদ:

শব্দ তথ্য:

  • Strong's: H1471, G1482, G1484, G1672