bn_tw/bible/names/simeon.md

2.2 KiB

শিমিয়োন

তথ্য:

বাইবেলে, শিমিয়োন নামে অনেক পুরুষের নাম উল্লেখ করা হয়েছে.

  • পুরাতন নিয়মে, যাকোবের দ্বিতীয় পুত্র (ইসরায়েল) শিমিয়োন নামে পরিচিত. তার মা ছিল লেয়া. তাঁর বংশধর ইসরায়েলের বারো গোষ্ঠীর মধ্যে একজন হয়ে ওঠে.
  • শিমিয়োন উপজাতি কনান এর প্রতিশ্রুত জমি দক্ষিণ অঞ্চলের অংশ দখল করে. জমিটি সম্পূর্ণভাবে যিহূদার অন্তর্গত জমি দ্বারা ঘেরা ছিল.
  • যোষেফ এবং মরিয়ম যিশুকে ঈশ্বরের কাছে উৎসর্গ করার জন্য যখন যিরুশালেম মন্দিরে নিয়ে এসেছিলেন, তখন শিমিয়োন নামে একজন বৃদ্ধ ব্যক্তি মশীহকে দেখার জন্য ঈশ্বরের প্রশংসা করেছিলেন।

(অনুবাদ পরামর্শ: কিভাবে নাম অনুবাদ করতে হয়)

(আরো দেখুন: কনান, খ্রীস্ট, উৎসর্গ, যাকোব, যিহুদা, মন্দির)

বাইবেল তথ্য:

শব্দ তথ্য:

  • Strong's: H8095, H8099, G4826