bn_tw/bible/names/reuben.md

1.8 KiB

রূবেণ

তথ্য:

রূবেণ ছিল যাকোবের প্রথমজাত পুত্র. তাহার মায়ের নাম লেয়া ছিল.

  • যখন তার ভাইয়েরা তাদের ছোট ভাই যোষেফ কে হত্যা করার পরিকল্পনা করছিল, তখন রূবেণ তার জীবন বাঁচিয়েছিল এই বলে তাকে গর্তে ফেলে দেওয়া হোক।
  • রূবেণ পরে যোষেফ উদ্ধার করার জন্য ফিরে এসেছিল, কিন্তু অন্যান্য ভাইয়েরা তাকে ব্যবসায়ীদের হাতে দাসরূপে বিক্রি করে দিয়েছিল.
  • রূবেণের বংশধরেরা ইস্রায়েলের বারো গোষ্ঠীর মধ্যে একজন হয়ে ওঠে.

(অনুবাদ প্রস্তাবনাগুলি: কিভাবে নাম অনুবাদ করা হয়)

(আরো দেখুন: যাকোব, যোষেফ, লেয়া, ইস্রায়েলের বারো গোষ্ঠী)

বাইবেল তথ্য:

শব্দ তথ্য:

  • Strong's: H7205, H7206, G4502