bn_tw/bible/names/naphtali.md

2.1 KiB

নপ্তালি

ঘটনা:

নপ্তালি ছিল যাকোবের ষষ্ঠ পুত্র | তার বংশধর নপ্তালি গোষ্ঠী গঠন করে, যা ছিল ইস্রায়েলের বারো জাতির এক জাতি|

  • কখনো কখনো নপ্তালি নামটা ব্যবহিত হত সেই জায়গাকে বোঝানোর জন্য যেখানে সেই গোষ্ঠী বাস করত | (দেখুন: লক্ষণা
  • নপ্তালি দেশ ইস্রায়েলের উত্তরাংশে অবস্থিত, দান এবং আশের গোষ্ঠির পরে, এটার পূর্বদিকের সীমান্তে ছিল গালীল সমুদ্রের পশ্চিম তীর |
  • এই গোষ্ঠী পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম বাইবেলের উভয় বইতেই উল্লেখ আছে |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: আশের,দান,যাকোব,গালীল সমুদ্র,ইস্রায়েলের বারো গোষ্ঠী)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H5321, G3508