bn_tw/bible/names/asher.md

1.5 KiB

আশের

প্রকৃত ঘটনা:

আশের ছিল যাকোবের অষ্টম সন্তান | তার বংশধররা ইস্রায়েলের বারো জাতির এক জাতি তৈরী করেন এবং এই জাতিকেও ডাকা হয় আশের বলে |

  • আশেরের মায়ের নাম ছিল সিল্পা, লেয়ার দাসী |
  • তার নামের অর্থ “খুশি” বা “ধন্য |”
  • আশের ছিল আশের জাতির নির্ধারিত একটি অঞ্চলেরও নাম যখন ইস্রায়েলীয়রা প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করছিলেন |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: ইস্রায়েল, ইস্রায়েলের বারো জাতি)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H836