bn_tw/bible/names/josephnt.md

5.3 KiB

যোসেফ (নতুন নিয়ম)

ঘটনা

যোসেফ ছিল যীশুর জাগতিক পিতা এবং তিনি তার পুত্রকে উচ্চিকৃত করেছেন৷ তিনি ছিলেন এক ধার্মিক ব্যাক্তি যে কিনা একজন ছুতোর মিস্ত্রির কাজ করতেন৷

  • যোসেফ এক যিহুদীয় মেয়ে মরিয়ম সাথে বিয়ের কথা পাকা কথা হয়েছিল, এই সময়কালে ঈশ্বর সেই মেয়েটিকে বেছে নিলেন যীশুর যাকে মোশীহ বলে তাঁর মা হতে৷
  • এক স্বর্গদূত যোসেফকে বললেন যে মরিয়মের গর্ভের সন্তান আশ্চর্য্য ভাবে পবিত্র আত্মা দ্বারা এসেছে, এবং মরিয়মের সন্তান হবেন মোশিহ৷
  • পরে যীশু যখন জন্মালেন, এক স্বর্গদূত এসে যোসেফকে সাবধান করে বললেন শিশু যীশুকে নিয়ে হেরোদের হাত হতে রক্ষার্থে যেন মিশর দেশে চলে যায়৷
  • যোসেফ এবং তার পরিবার পরে গালিলে অবস্থিত নাসরতে বাস করে, যেখানে সে ছুতরের কাজ করে জীবিকা নির্বাহ করত৷

(অনুবাদের পরামর্শ : কিভাবে নামের অনুবাদ হয়)

(অবশ্য দেখুন: খ্রিষ্ট, গালিল, যীশু, নসরত, ঈশ্বরের পুত্র, কুমারী)

বাইবেলের পদগুলি:

বাইবেলের গল্প থেকে উদাহরণ :

  • 22:04 সে (মরিয়ম) ছিল এক কুমারী এবং যোসেফ নামের এক পুরুষের বাক্দত্তা৷
  • 23:01 যোসেফ, যে পুরুষটির সাথে মরিয়ম বাক্দত্তা ছিল তিনি ছিলেন একজন ধার্মিক ব্যাক্তি৷ যখন তিনি শুনলেন যে মরিয়ম গভবতী, তিনি জানতেন যে সেই সন্তান তার নয় তিনি মরিয়মকে লজ্জায় ফেলতে চাননি, সুতরাং তিনি তাকে গোপনে পরিত্যাগ করার কথা ভাবলেন৷
  • 23:02 স্বর্গদূত বললেন, “যোসেফ, মরিয়মকে তোমার স্ত্রী রূপে গ্রহণ করতে ভয় পেয় না৷” সেই সন্তান তার শরীরে পবিত্র আত্মা দ্বারা এসেছিল৷ সে এক পুত্রের জন্ম দেবে৷ তাঁর নাম হবে যীশু (যার মানে, “সদাপ্রভু পরিত্রাতা”), কারণ তিনি মানুষকে তাদের পাপ হতে রক্ষা করবেন৷
  • 23:03 সুতরাং যোসেফ মরিয়মকে বিয়ে করেন এবং তাকে তার বাড়িতে স্ত্রীর মর্য্যাদা দিয়ে নিয়ে যান, কিন্তু যতক্ষণ না সেই সন্তানের জন্ম হয়েছে তিনি মরিয়মের সঙ্গে সয়ন করেননি৷
  • 23:04 যোসেফ এবং মরিয়ম বেরিয়ে পরে এক লম্বা সফরে নসরত থেকে বৈতলেহেমে কারণ তাদের আদি পিতা দায়ুদ যার বাড়ি ছিল বৈতলেহেম৷
  • 26:04 যীশু বললেন, “যে শব্দ আমি এখন বলব তা এখনি ঘটবে” সকলেই আশ্চর্য্য হয়েছিল ৷ তারা বললেন “এনি কি যোসেফের পুত্র নন ?”

শব্দ তথ্য:

  • Strong's: G2501