bn_tw/bible/names/nazareth.md

3.6 KiB

নাসরৎ, নাসরতীয়

ঘটনা:

নাসরৎ হল ইস্রায়েলের উত্তরে গালীল প্রদেশের একটা শহর | এটা যিরুশালেমের উত্তরে প্রায় 100 কিলোমিটার, এবং এটা তিন থেকে পাঁচদিন নেই হাঁটে যেতে |

  • যোষেফ এবং মরিয়ম নাসরৎ নগরের বাসিন্দা ছিলেন এবং এখানেই তারা যীশুকে বড় করে তুলে ছিলেন | এই জন্যেই যীশু “নাসরতীয়” নাম পরিচিত ছিলেন |
  • অনেক যিহুদী নাসারতে বাস করত তারা যীশুর শিক্ষাকে সম্মান দেননি কারণ তিনি তাদের মধ্যেই বড় হয়ে উঠে ছিলেন এবং তারা ভেবেছিল তিনি একজন সাধারণ মানুষ |
  • একবার, যখন যীশু নাসরৎ সমাজ-গৃহে শিক্ষা দিচ্ছিলেন, সেখানকার যিহুদীরা তাঁকে মেরে ফেলতে চেয়ে ছিল কারণ তিনি বলেছিলেন যে তিনি মসীহ এবং তাঁকে অস্বীকার করার জন্য তিনি তাদের ধমক দিয়েছিলেন |
  • যখন নথনেল শুনলেন যে যীশু নাসরৎ নগরের তখন তিনি মন্তব্য করেছিলেন যে এই শহর বিজ্ঞতায় উচ্চ ছিল না |

(এছাড়াও দেখুন: খ্রীষ্ট,গালীল,যোষেফ,মরিয়ম)

বাইবেল তথ্যসূত্র:

বাইবেলের গল্প থেকে উদাহরণ :

  • 23:04 যোষেফ এবং মরিয়মকে অনেক লম্বা যাত্রা করতে হয় যেখানে তারা থাকত থাকত নাসরৎ থেকে বৈৎলেহেমে কারণ তাদের পূর্বপুরুষ ছিলেন দাউদ যাঁর শহর ছিল বৈৎলেহেম |
  • 26:02 যীশু নাসরৎ শহরে গিয়েছিলেন, যেখানে তিনি তাঁর ছোট বেলায় ছিলেন |
  • 26:07 নাসারতের লোকেরা যীশুকে উপাসনার জায়গা থেকে টেনে বার করেছিলেন এবং তাঁকে খাদের ধরে নিয়ে গিয়েছিলেন ফেলে দেওয়ার জন্য যাতে তাঁকে হত্যা করা যায় |

শব্দ তথ্য:

  • Strong's: G3478, G3479, G3480