bn_tw/bible/names/jesse.md

1.8 KiB

যিশয়

ঘটনা:

যিশয় ছিলেন রাজা দায়ুদের পিতা এবং রুৎ ও বোয়সের নাতি ৷

  • যিশয় ছিল যিহুদা গোষ্ঠির ৷
  • তিনি ছিলেন একজন “ইফ্রাতিয়” যার মানে হলো তিনি ইফ্রাতিয় শহর থেকে এসেছেন (বৈৎলহেম)
  • যিশাইয় ভাববাদী ভাববাণী করেছেন “অঙ্কুর” বা “শাখা” সম্পর্কে যে এটা আসবে “যিশয় এর মূল” থেকে এবং ফল বহন করবে ৷ এটা যীশুর আসার কথা বলে, যে কিনা যিশয়ের বংশধর ৷

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ হয়)

(অবশ্য দেখুন: বৈৎলহেম, বোয়স, বংশধর, ফল, যীশু, রাজা, ভাববাদী, রুৎ, ইস্রায়েলের বারটি গোষ্ঠী)

বাইবেলের পদ সমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H3448, G2421