bn_tw/bible/names/boaz.md

2.1 KiB

বোয়াস

প্রকৃত ঘটনা:

বোয়াস ছিল একজন ইস্রায়েলীয় লোক যিনি রুতের স্বামী ছিলেন, রাজা দায়ুদের পিতামহ ছিলেন এবং যীশু খ্রীষ্টের বংশধর |

  • বোয়াস সেই সময় জীবিত ছিলেন যখন ইস্রায়েলে বিচারকর্ত্তৃগণ ছিলেন |
  • তিনি নয়মী নাম একজন ইস্রায়েলীয় মহিলার আত্মীয় ছিলেন, যিনি তার স্বামী এবং সন্তান মোয়াবে মারা যাওয়ার পর ইস্রায়েলে ফিরে এসেছিলেন |
  • বোয়াস নয়মীর বিধবা বৌমাকে রুতকে “উদ্ধার” করেছিলেন তাকে বিয়ে করে এবং তাকে একটা স্বামী এবং সন্তান সম্পন্ন ভবিষৎ দিয়েছিলেন |
  • তাকে দেখা হয়েছিল প্রতীক হিসাবে কে কিভাবে যীশু আমাদের বাঁচান এবং উদ্ধার করেন পাপ থেকে |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: মোয়াব, উদ্ধার,রুত)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H1162