bn_tw/bible/names/gilead.md

2.0 KiB

গিলিয়দ, গিলিয়দীয়, গিলিয়দীয়রা

সংজ্ঞা

একটি পার্ব্যত্যময় প্রদেশের নাম ছিল গিলিয়দ যেটি যর্দন নদীর পূর্ব দিকে ছিল এবং যেখানে ইস্রায়েলের গাদ, রুবেন, মনঃশি গোষ্ঠী বসবাস করত৷

  • একইসঙ্গে এই প্রদেশটি “গিলিয়দের পার্ব্যত্য অঞ্চল” বা, “গিলিয়দ পাহাড়” নামেও উল্লেখ করা হয়েছে৷
  • পুরাতন নিয়মে অনেক লোকের নামও "গিলিয়দ” ছিল৷ এই সমস্ত লোকদের মধ্য একজন যিনি মনঃশির নাতি ছিলেন৷ আর একজন গিলিয়দ ছিলেন যিনি যিপ্তহের বাবা ছিলেন৷

(অনুবাদের আভাস: কেমনভাবে নামের অনুবাদ করতে হয়)

(একইসঙ্গে দেখুন: গাদ, যিপ্তহ, মনঃশি, রুবেন, ইস্রায়েলের বারো গোষ্ঠী)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H1568, H1569