bn_tw/bible/names/gad.md

2.0 KiB

গাদ

বিষয়বস্তু

গাদ যাকোবের ছেলেদের মধ্য একজন ছিলেন৷ যাকোব ইস্রায়েল নাম দেওয়া হয়েছিল৷

  • গাদের পরিবার ইস্রায়েলের বারটি গোষ্টির মধ্যে একটি গোষ্টিতে পরিণত হয়৷
  • বাইবেলে আর একজন ব্যক্তি ছিলেন যার নামও ছিল গাদ যিনি একজন ভাববাদী ছিলেন এবং ইস্রায়েলীয়দের জনসংখ্যা গণনা করার দ্বারা দায়ূদ যে পাপ করেছিলেন তিনি তার বিরোধিতা করেছিলেন৷
  • প্রধান পাঠ্যাংশে বালগাদ ও মিগদালগাদ শহরগুলির নাম দুটি করে শব্দে উল্লেখ করা হয়েছে এবং অনেক সময় এইভাবে লেখা হয়ে থাকে “বাল গাদ” এবং “মিগদাল গাদ৷”

(অনুবাদের আভাস: কিভাবে নামের অনুবাদ করতে হয়

(দেখুন: জনসংখ্যা গণনা, ভাববাদী, ইস্রায়েলের বার গোষ্টি)

বাইবেল পদ:

শব্দ তথ্য:

  • Strong's: H1410, H1425, G1045