bn_tw/bible/names/jephthah.md

1.9 KiB

যিপ্তহ

ঘটনা:

যিপ্তহ ছিল গিলিয়দের এক যোদ্ধা যে কিনা বিচারক হিসাবে ইস্রায়েল শাসন করেছেন ৷

  • ইব্রিয়ের পত্রের ১১ :৩২ , যিপ্তহ একজন নেতা হিসাবে মহিমান্নিত হয়েছিলেন যে তার নিজের লোকদের শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন৷
  • তিনি ইস্রায়লিয়দের রক্ষা করেন অম্মোনিয়দের হাত থেকে এবং তার লোকেদের নেতৃত্ত দেন ইফ্রীমিয়দের ধ্বংশ করার জন্য ৷
  • যিপ্তহ যেকারনেই হোক তিনি এক বকর মত প্রতিজ্ঞা করেফেলেন এবং যার ফলে তিনি তার কন্যাটিকে বলিদান দেন ৷

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করা হয়)

(অবশ্য দেখুন: অম্মোন, রক্ষা, ইফ্রীম, বিচারক, প্রতিজ্ঞা)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H3316