bn_tw/bible/names/bethany.md

1.8 KiB

বৈথনিয়া

প্রকৃত ঘটনা:

বৈথনিয়া শহরটা জৈতুন পর্বতের পূর্বদিকের ঢালু এলাকায় অবস্থিত, যিরুশালেমের পূর্বে প্রায় 2 মাইল |

  • বৈথনিয়া রাস্তার কাছে ছিল যা যিরুশালেম থেকে যিরীহ দিকে যায় তার মাঝখানে |
  • যীশু প্রায়ই বৈথনিয়াতে যেতেন যেখানে তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু লাসার, মার্থা এবং মরিয়ম বাস করতেন |
  • বৈথনিয়া বিশেষভাবে একটা জায়গা রূপে পরিচিত ছিল যেখানে যীশু লাসারকে মৃত্যু থেকে উঠিয়ে ছিলেন |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন : যিরীহ, যিরুশালেম, লাসার, মার্থা, মরিয়ম(মার্থার বোন), জলপাই পর্বত)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: G963