bn_tw/bible/names/mountofolives.md

1.8 KiB

জৈতুন পর্বত

সংজ্ঞা:

জৈতুন পর্বত হল একটা পাহাড় বা বড় পর্বত যা যিরুশালেমের পূর্বে দিকে অবস্থিত| এটা প্রায় 787 মিটার উচ্চ |

  • পুরাতন নিয়মে, এই পর্বতমালা কখনো কখনো “সেই পাহাড় যা যিরুশালেমের পূর্বে” উল্লেখিত হয় |
  • যখন যীশু এবং তাঁর শিষ্যরা জৈতুন পর্বতে প্রার্থনা এবং বিশ্রাম নিতে যেত সেই কথা নতুন নিয়ম বহুবার নথিভুক্ত করছে |
  • যীশু গেৎশিমানী বাগানে গ্রেপ্তার হন, যা জৈতুন পর্বতে অবস্থিত ছিল |
  • এটি এভাবেও অনুবাদ করা যেতে পারে যেমন “জলপাই পাহাড়” বা “জলপাই গাছের পাহাড় |”

(এছাড়াও দেখুন: নামের অনুবাদ)

(এছাড়াও দেখুন: গেৎশিমানী,জলপাই)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H2022, H2132, G3735, G1636