bn_tw/bible/names/gethsemane.md

1.6 KiB

গেতৎশিমানী

বিষয়বস্ত

গেতৎশিমানী ছিল অলিভ গাছের একটি বাগান যা যিরুশালেমের পূর্বদিকে এবং কিদ্রণ উপত্যকার অপর পারে জৈতুন পাহাড়ের কাছে অবস্থিত ছিল৷গেতৎশিমানী

  • গেতৎশিমানী ছিল সেই জায়গা যেখানে প্রভু যীশু ও তাঁর শিষ্যরা প্রায়ই লোকেদের ভির থেকে সরে গিয়ে সেখানে বিশ্রাম করতেন৷
  • এটি ছিল সেই গেতৎশিমানী যেখানে প্রভু যীশু যিহূদীদের নেতাদের দ্বারা বন্দী হওয়ার আগে গভীর দুঃখের সঙ্গে প্রার্থনা করেছিলেন৷

(অনুবাদের আভাস:কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(একই সঙ্গে দেখুন: ইস্কোরিতীয়ো যিহূদা, কিদ্রণ উপত্যকা, জৈতুন পাহাড়)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: G1068