bn_tw/bible/names/judasiscariot.md

4.3 KiB

ঈস্করিয়োতীয় যিহুদা

ঘটনা

ঈস্করিয়োতীয় যিহুদা ছিল যীশুর এক প্রেরিত৷ তিনি হলেন সেই ব্যাক্তি যে যীশুর সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছিলো ইহুদী নেতাদের হয়ে৷

  • “ঈস্করিয়োতীয়” নামটি হয়ত “করীয়তী” থেকে এসেছে, সম্ভবত যিহুদা সেই শহরের লোক৷
  • ঈস্করিয়োতীয় যিহুদা প্রেরিতদের কোষাধক্ষ্য ছিলেন আর তিনি প্রায় প্রতিদিন নিজের জন্য টাকা চুরি করতো৷

যিহুদা ধর্মীয় নেতাদের যীশুর আস্তানার কথা বলে দেয় যাতে তারা যীশুকে ধরতে পারে আর এইভাবেই সে বিশ্বাস ঘাতকতা করে৷

  • পরে ধর্মীয় নেতারা যীশুকে দোষী সাব্যস্ত করে মৃত্যুর জন্য, যিহুদা তার ভুল বুঝতে পারে যে সে যীশুর সাথে বিশ্বাস ঘাতকতা করেছে, আর তাই সে ইহুদীধর্মের নেতাদের দেওয়া ঘুষের টাকা ফেরত দেন এবং নিজে ফাঁসী দেয়৷
  • অন্য একজন প্রেরিটের নাম ও যিহুদা ছিল, আর সে ছিল যীশুর ভাইদের মধ্যে একজন৷ যীশুর ভাই “যুদ” নামেও পরিচিত ছিল৷

(অনুবাদের পরামর্শগুলি: নামের অনুবাদ)

(অবশ্য দেখুন: প্রেরিত, বিশ্বাসঘাতক, ইহুদী নেতারা, যাকোবের পুত্র যিহুদা)

বাইবেলের পদগুলি:

বাইবেলের গল্পথেকে উদাহরণ

  • 38:02 যীশুর এক শিষ্যর নাম ছিল যিহুদা পরে যখন যীশু ও তাঁর শিষ্যরা যিরূশালেমে আসেন, তখন যিহুদা ইহুদী নেতাদের কাছে যায় ও তাদের বলে যে টাকা দিলে যীশুকে ধরিয়ে দেবে৷
  • 38:03 ইহুদী নেতারা, মহা যাজকদের কথা মত যিহুদাকে তিরিশটি রৌপ্য মুদ্রা দেয় যীশুকে ধরিয়ে দেবার জন্য৷
  • 38:14 যিহুদা ইহুদী নেতা, সৈন্যবাহিনী ও এক বিরাট জনতার সাথে আসে৷ তাদের সবার হাতে ঢাল ও তরোয়াল ছিল৷ যিহুদা যীশুর কাছে এসে বলে, “গুরু,” এবং তাঁকে চুমু দেয়৷
  • 39:08 এদিকে,যিহুদা বিশ্বাস ঘাতক, দেখল যে নেতারা যীশুকে মৃত্যুর জন্য অভিযুক্ত করছে৷ সে খুবই দুঃখিত হলো এবং নিজেকে শেষ করার জন্য চলে গেলো৷

শব্দ তথ্য:

  • Strong's: G2455, G2469