bn_tw/bible/names/judassonofjames.md

2.1 KiB

যাকোবের পুত্র যিহুদা

ঘটনা

যাকোবের পুত্র যিহুদা ছিল যীশুর বারো জন প্রেরিতের মধ্যে একজন৷ লক্ষ্য করুন যে এই যিহুদা সেই ঈস্করিয়োতীয় যিহুদা নয়৷

  • বাইবেলে প্রায় একই নামের লোককে আলাদা করে বোঝাতে তারা কর পুত্র তা উল্লেখ করা হয়৷ এখানে যিহুদা চিন্হিত হয়েছিল “যাকোবের পুত্র” বলে৷
  • অন্য একজন যিহুদা ছিলেন যে যীশুর ভাই৷ তিনি “যুদ” নামেও পরিচিত ছিল৷
  • নতুন নিয়মে একটি বইয়ের নাম “যুদ” আর এটি লিখেছিলেন যীশুর ভাই যিহুদা, কেননা লেখক এখানে নিজের পরিচয় দেন “যাকোবের ভাই” যাকোব ছিল যীশুর আরেক ভাইয়ের নাম৷
  • এটাও সম্ভব যে যিহুদার পত্র বইটি লিখেছেন যীশুর শিষ্য, যিহুদা যাকোবের পুত্র৷

(অনুবাদের পরামর্শ: নামের অনুবাদ)

(অবশ্য দেখুন: যাকোব (সিবদীয়ের পুত্র), ঈস্করিয়োতীয় যিহুদা, পুত্র, বারোজন প্রেরিত)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: G2455