bn_tw/bible/names/lazarus.md

4.1 KiB

লাসার

ঘটনা:

লাসার এবং তার বোনেরা, মেরী এবং মার্থা ছিল যীশুর বিশেষ বন্ধু | যীশু প্রায়ই তাদের সঙ্গে তাদের বাড়িতে বৈথনিয়াতে থাকতেন |

  • লাসার খুব ভালোভাবে পরিচিত ছিল সেই ঘূটনার জন্য যে যীশু তাকে মৃত্যু থেকে তুলেছিলেন তার কবর হওয়ার বেশ কিছুদিন পর |
  • যিহুদী নেতার যীশুর উপর রেগে গিয়েছিলেন এবং ইর্শাণিত হয়েছিলেন, যে তিনি এই অলৌকিক কাজ করেছেন এবং তারা একটা উপায় পাবার চেষ্টা করছিল যীশুকে এবং লাসারকে দুজকেই মারার |
  • যীশু আরও একটা দৃষ্টান্ত একটা গরীব ভিক্ষারী এবং একটা ধনী লোকের বিষয়ে, যাতে সেই ভিক্ষারীর নাম ছিল লাসার |”

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: ভিক্ষা, যিহুদী নেতার, মার্থা, মেরী, উত্থান)

বাইবেল তথ্যসূত্র:

বাইবেলের গল্প থেকে উদাহরণ :

  • 37:01 একদিন, যীশু একটা খবর পেয়েছিলেন যে লাসার খুব অসুস্থ | লাসার এবং তার বোনেরা, মেরী এবং মার্থা ছিল যীশুর বিশেষ বন্ধু |
  • 37:02 যীশু বলেছিলেন, “আমাদের বন্ধু লাসার ঘুমিয়ে পড়েছে এবং আমি অবশ্যই তাকে তুলব |
  • 37:03 যীশুর শিষ্যরা উত্তর দিয়েছিলেন, “প্রভু, যদি লাসার ঘুমাচ্ছে, তাহলে সে ভালোভাবেই উঠবে |” তখন যীশু তাদের সহজভাবেই বললেন, “লাসার মারা গেছে |”
  • 37:04 যখন যীশু লাসারের শহরে পৌঁছালেন, লাসার তখন চারদিন হয়েছে মারা গেছে |
  • 37:06 যীশু তাদের জিজ্ঞাসা করলেন, “তোমরা কোথায় লাসারকে রেখেছ ?”
  • 37:09 তখন যীশু চিৎকার করলেন, “লাসার বেরিয়ে এস !”
  • 37:10 তখন লাসার বেরিয়ে এলো ! তখন সে কবরের কাপড়ে জড়ানো ছিল |
  • 37:11 কিন্তু যিহুদী ধর্মীয় নেতারা ঈর্ষানিত হয়েছিল, তাই তারা একসঙ্গে জমায়েত হয়েছিল পরিকল্পনা করার জন্য যে কিভাবে যীশুকে এবং লাসারকে মারা যায় |

শব্দ তথ্য:

  • Strong's: G2976