bn_tw/bible/other/beg.md

4.0 KiB

প্রার্থনা করা, ভিক্ষা, ভিক্ষা করা, ভিক্ষারী

সংজ্ঞা:

“প্রার্থনা করা” শব্দটার অর্থ তারাতারি কারোর কাছে কিছু চাওয়া | এটা প্রায়ই উল্লেখ করে টাকা চাওয়ার ব্যপার, কিন্তু সাধারনভাবে এটাও উল্লেখ করে কিছুর জন্য অনুনয়-বিনয় করা |

  • প্রায়ই লোকেরা প্রার্থনা বা অনুনয় করা যখন তাদের কোন কিছুর খুব প্রয়োজন, কিন্তু জানে না যে সেই অন্য ব্যক্তি তাদের দেবে কিনা যা তারা চেয়েছে |
  • “ভিক্ষারী” হল এমন একজন যে নিয়মিত লোকালয়ে বসে বা দাঁড়িয়ে লোকেদের কাছে টাকা ভিক্ষা চায় |
  • প্রেক্ষাপটের উপর নির্ভর করে, এই শব্দটি এভাবেও অনুবাদ করাযায় যেমন, “অনুনয়” বা “তারাতারি চাওয়া” বা “টাকা দাবি করা” বা “নিয়মিতভাবে টাকা চাওয়া |”

(এছাড়াও দেখুন : অনুনয়-বিনয়)

বাইবেল তথ্যসূত্র :

বাইবেলের গল্প থেকে উদাহরণ :

  • 10:04 ঈশ্বর সমগ্র মিশরে বেঙ পাঠান | ফরৌন মোশির কাছে প্রার্থনা করে বেঙ দূর করার জন্য |
  • 29:08 "রাজা সেই দাসকে ডাকেন এবং বলেন, ‘তুমি দুষ্ট দাস! আমি তোমার ঋণ ক্ষমা করে দিলেম কারণ তুমি আমার কাছে প্রার্থনা করেছ |”
  • 32:07 ভূতেরা যীশুর কাছে প্রার্থনা করে, “দয়ে করে আমাদের এই এলাকা থেকে পাঠিয়ে দেবেন না !" কাছাকাছি পাহাড়ের উপর শুয়োর চর ছিল | তাই, ভূতেরা যীশুর কাছে প্রার্থনা করল, “দয়া করে আমাদের শুয়োরের বিতরে পাঠিয়ে দিন !"
  • 32:10 সেই লোকটা যার মধ্যে ভূত থাকতো, প্রার্থনা করল যীশুর সঙ্গে যাওয়ার |
  • 35:11 তার পিতা বেরিয়ে এলো এবং তাকে আসতে অনুরোধ করল এবং তাদের সঙ্গে আনন্দ করতে বলল, কিন্তু সে অস্বীকার করল |"
  • 44:01 একদিন, পিতর এবং যোহন মন্দিরে যাচ্ছিলেন | যখন তারা মন্দিরের গেটের কাছাকাছি গেছেন, তারা দেখেন একজন খোঁড়া লোক যে টাকা ভিক্ষা করছিল |

শব্দ তথ্য:

  • Strong's: H34, H7592, G154, G1871, G4319, G4434, G6075