bn_tw/bible/other/newmoon.md

2.0 KiB

নতুন চাঁদ, নতুন চাঁদের

সংজ্ঞা:

“নতুন চাঁদ” শব্দটা উল্লেখ করে চাঁদকে যখন এটা দেখতে লাগে একটা ছোট, অর্ধচন্দ্রাকার রুপালী আলো | এটা হল চাঁদের শুরুর ধাপ যেমন এটা ঘুরতে থাকে এটার কক্ষপথে পৃথিবীর চারিদিকে সূর্য ডোবার সময় থেকে | এটা আরও উল্লেখ করে নতুন চাঁদের প্রথম দিন যা দেখা যাওয়া উচিত কিছু দিন অন্ধকারে থাকার পর |

  • প্রাচীন কালে, নতুন চাঁদ একটা নির্দিষ্ট সময়ের শুরুর চিহ্নস্বরূপ ছিল, যেমন মাস |
  • ইস্রায়েলীয়রা নুতুন চাঁদের উত্সব পালন করত যা চিহ্নিস্বরূপ ছিল ভাড়ার শিঙ্গা বাজানোর দ্বারা |
  • বাইবেলও উল্লেখ করে এই সময়কে “মাসের শুরু” হিসাবে |

(এছাড়াও দেখুন: মাস,পৃথিবী,উত্সব,শিঙ্গা,মেষ)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H2320, G3376, G3561