bn_tw/bible/other/biblicaltimemonth.md

2.6 KiB

মাস, মাসের, মাসিক

সংজ্ঞা:

“মাস” শব্দটা উল্লেখ করে একটা সময় কালের যা থাকে প্রায় চার সপ্তাহ | প্রত্যেক মাসের দিন পরিবর্তিত হয়, নির্ভর করে কোনটা ব্যবহার হচ্ছে চন্দ্র পঞ্জিকা বা সূর্য পঞ্জিকা |

  • চন্দ্র পঞ্জিকায়, প্রত্যেক মাসের দৈর্ঘ্যতা নির্ভর করে চাঁদের কত সময় লাগছে পৃথিবীর চারিদিকে ঘুরতে, প্রায় 29 দিন | এই পদ্ধতিতে বছরে 12 বা 13 মাস হয় | বছরের 12 বা 13 মাস হওয়া সত্ত্বেও প্রথম মাস সব সময় একই নামে ডাকা হত যদিও এটি ভিন্ন ঋতুতে হতে পারে ।
  • "নতুন চাঁদ,” বা চাঁদের গ্রহ কলার শুরুর দিকে এর রুপালী আলো, চন্দ্র পঞ্জিকায় প্রত্যেক মাস শুরুর হওয়ার চিহ্ন |
  • বাইবেলে সমস্ত মাসের নাম উল্লেখ আছে সেগুলো চন্দ্র পঞ্জিকার যেহেতু ইস্রায়েলীয়রা এই পদ্ধতি ব্যবহার করত | বর্তমান যিহুদীরাও এখনও এই পঞ্জিকা ব্যবহার করছেন ধর্মীয় উদ্দেশ্যে |
  • আধুনিক দিনের সূর্য পঞ্জিকা নির্ভর করে কতবার পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে (প্রায় 365 দিন) | এই পদ্ধতিতে,বছর বাগ হয় 12 মাসে, প্রত্যেক মাসের দৈর্ঘ্যতা 28 থেকে 31 দিন হয়|

বাইবেল তত্জসুত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H2320, H3391, H3393, G3376