bn_tw/bible/other/horn.md

2.9 KiB

শিং, শিং, শৃঙ্গযুক্ত

ঘটনা:

শিং হলো স্থায়ী, শক্ত, অনেক পশুর মাথায় নির্দিষ্ট ভাবে বেড়ে ওঠা এক কেন্দ্র, যেমন গবাদিপশু, মেষ, ছাগল এবং হরিন৷

  • পুরুষ ছাগলের শিং দিয়ে গীত বাদ্দ্য যন্ত্র বানানো হতো, একে বলা হতো “ছাগলের শিং” বা “ছবি চালু,” যা বিশেষ অনুষ্ঠানে যেমন কোনো ধর্মীয় অনুষ্ঠানে বাজানো হতো৷
  • ঈশ্বর ইস্রায়েলীয়দের এক শিং এর মত প্রতিকৃতি শুগন্ধির বেদীর ও ব্রোঞ্জের বেদীর চারদিকে বানাতে বলেছিলেন৷ সবমিলিয়ে এই প্রতিকৃতি গুলিকে বলা হতো “শিং,” এগুলি আসল পশুর শিং ছিল না৷
  • “শিং” এই শব্দটি অনেক সময় “বোতল” এর হিসাবে ব্যাবহার করা হতো যার আকৃতি ছিল বোতলের মত এবং এটি ব্যাবহার করা হতো জল ও তেল রাখার জন্য৷ এক বোতল তেল রাজার অভিষেকে ব্যাবহার করা হতো, যেমন সমুয়েল দাযুদকে করেছিলো ৷
  • এই শব্দটি একটি অন্য শব্দ দ্বারাও অনুবাদ করা যায় যা অন্যরকম অর্থে ভেঁপু৷
  • “শিং” শব্দটি অন্যান্য ভাবেও ব্যাবহার করা যেতে পারে যেমন শক্তির চিন্হ, শক্তি, অধিকার, রাজপদ৷

(অবশ্য দেখুন: অধিকার, গরু হরিন, ছাগল, শক্তি, রাজপদ, মেষ, ভেঁপু)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's:H3104, H7160, H7161, H7162, H7782, G2768