bn_tw/bible/other/goat.md

3.9 KiB

ছাগল, ছাগলগুলি, ছাগলের চামড়া, বাচ্চা

সংজ্ঞা

ছাগল হল মাঝারি ধরনের চার পা বিশিষ্ট প্রাণী, এদের সঙ্গে ভেড়ার অনেক মিল আছে এবং এগুলিকে দুধ ও মাংসের জন্য বড় করে তোলা হয়৷ একটি শিশু ছাগলকে “বাচ্চা বা ছাগল ছানা” বলা হয় ৷

  • ভেড়ার মতো, ছাগলও বলিদানের জন্য একটি গুরুত্বপর্ণ প্রাণী, বিশেষ করে নিস্তারপর্বের সময়ে৷

  • যদিও ছাগল ও ভেড়ার মধ্য অনেক বেশি মিল থাকেতে পারে কিন্তু তাদের মধ্যও কিছু পার্থক্য আছে, আর সেগুলি হল এই:

    • ছাগলের পশম খসখসে; ভেড়ার উলের মতো মসৃন৷
    • একটি ছাগলের লেজ উর্দ্ধদিকে দাঁড়িয়ে থাকে; ভেড়ার লেজ নিচের দিকে ঝুলে থাকে৷
    • সাধারণত ভেড়া তার পালের সঙ্গেই থাকতে ভালবাসে, কিন্তু ছাগলেরা অনেক বেশি স্বনির্ভর এবং খুব সহজেই তাদের দল থেকে বেরিয়ে ঘুরে বেড়ায়৷
  • বাইবেলের সময়ে, ইস্রায়েলে ছাগল ছিল দুধের প্রধান উত্স ৷

  • ছাগলের চামড়া তাঁবু ঢাকার জন্য ও আঙ্গুরের রস রাখার থলি বানানোর কাজে ব্যবহার করা হত৷

  • পুরাতন ও নতুন উভয় নিয়মেই, অধার্মিক লোককে বোঝানোর জন্য ছাগলকে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, যে এর যত্ন করে তার থেকে দূরে চলে যাওয়ার স্বভাবের জন্যই হয়তো এমন বলা হয়৷

  • একইসঙ্গে ইস্রায়েলীয়রা পাপ বহনকারীর রূপক অর্থেও ছাগলের ব্যবহার করে থাকে৷ যখন একটি ছাগল বলিদান করা হত, যাজক তখন দ্বিতীয় জীবন্ত ছাগলের মাথায় হাত দেবেন এবং সেটিকে লোকেদের পাপ বহনকারীর চিহ্ন হিসাবে মরুভূমিতে পাঠিয়ে দেবেন৷

(একইসঙ্গে দেখুন: পশুপাল, বলিদান, ভেড়া, ধার্মিক, দ্রাক্ষারস)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H689, H1423, H1429, H1601, H3277, H3629, H5795, H5796, H6260, H6629, H6842, H6939, H7716, H8163, H8166, H8495, G122, G2055, G2056, G5131