bn_tw/bible/other/letter.md

2.1 KiB

পত্র, চিঠি, চিঠিগুলি

সংজ্ঞা:

একটি চিঠি হল একটা লিখিত খবর যা একজনকে বা একদল লোককে পাঠানো হয় যারা সাধারনত লেখকের থেকে দূরে | একটি পত্র হল একটি বিশেষ ধরনের চিঠি, প্রায়ই লিখিত হত প্রচলিত প্রথানুযায়ী, একটি বিশেষ উদ্দেশ্যে, যেমন শিক্ষার জন্য |

  • নতুন নিয়মের সময়, পত্র এবং অন্য ধরনের চিঠি পশুর চামড়ায় লেখা হত বা গাছের আঁশ দিয়ে তৈরী কাগজে লিখত |
  • নতুন নিয়মে পৌল, যোহন, যিহুদা এবং পিতরের থেকে পত্র গুলো ছিল নির্দেশের চিঠি যা তারা রোমান সাম্রাজ্যের বিভিন্ন শহরে প্রাথমিক খ্রীষ্টানদের উৎসাহিত ও শিক্ষাদান করার জন্য লিখেছিল |
  • এই শব্দটা অনুবাদের উপায়ে অন্তর্ভুক্ত হতে পারে “লিখিত খবর” বা “লিখে রাখা শব্দ” বা “লিখিত |”

(এছাড়াও দেখুন: উৎসাহ, উপদেশ, শিক্ষা)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H104, H107, H3791, H4385, H5406, H5407, H5612, H6600, G1121, G1989, G1992