bn_tw/bible/other/honey.md

2.9 KiB

মধু, মৌচাক

বর্ণনা:

“মধু হলো মিষ্টি, চিটচিটে, ভোজ্য পদার্থ যা মৌমাছি ফুলের অমৃত থেকে বার করে আনে৷ মৌচাক হলো মোম গঠিত যেখানে মৌমাছিরা মধু জমা করে৷

  • তার প্রকারের ওপর নির্ভর করে যে সেটি হলদে বা অপিন্গল বর্ণ হবে৷
  • বন্য মধু ও পাওয়া যায়, যা গাছের গর্তে বা কোথাও মৌমাছি বাসা বানায় সেখানে৷ * মানুষ এখন মৌচাক উত্পাদন করছে মধু উত্পাদনের জন্য যা খাওয়া বা বিক্রি করার হয়, কিন্তু বাইবেলে যে মধুর উল্লেখ আছে তা বন্য মধু৷
  • বাইবেলে তিনজনকে বিশেষ করে উল্লেখ করেছে যারা বন্য মধু খেত, যোনাথন, সিমসন এবং যোহন বাপ্তিষ্মদাতা৷
  • এই শব্দটি প্রায়ই রূপকভাবে ব্যাবহার করা হয়েছে কিছু জিনিসকে ব্যাক্ত করতে যা মিষ্টি বা খুব স্বাদ্পুর্ণ৷ উদাহরণ স্বরূপ, ঈশ্বরের বাক্যকে বিলা হয়েছে “মধুর থেকে মিষ্টি” (অবশ্য দেখুন: স্মিত হাসি, রূপক
  • কখনো কখনো একজন ব্যাক্তির কথা বর্ণনা করা হয় মধুর মত মিষ্টি, কিন্তু তা অন্যকে প্রতারণা বা ক্ষতি করার ফল স্বরূপ৷

(অবশ্য দেখুন: যোহন(বাপ্তিষ্মদাতা), যোনাথন, ফিলিষ্টিয়, সিমসন)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H1706, H3293, H3295, H5317, H6688, G2781, G3192, G3193