bn_tw/bible/names/johnthebaptist.md

4.3 KiB

যোহন

ঘটনা:

যোহন ছিল সখরিয় ও ইলীশাবেত ৷ তখন “যোহন” নামটি ছিল বেশ পরিচিত, তাকে লোকেরা প্রায়সময় ৷ “বাপ্তিষ্মদাতা যোহন বলে ডাকত যত তাকে আলাদা করে চেনা যায় অন্য যোহন নামের থেকে, যেমন প্রেরিত যোহন ৷

  • যোহন ছিল একজন ভাববাদী যাকে ঈশ্বর পাঠিয়েছেন লোকেদের তৈরী করতে যাতে তারা মসীহ কে বিশ্বাস করে ও অনুসরণ করে ৷
  • যোহন লোকেদের বলেছিল তারা যেন পাপ স্বীকার করে, এবং পাপ করা বন্ধ করে, যাতে তারা মসীহকে গ্রহণ করতে প্রস্তুত থাকে ৷
  • যোহন অনেককে জলে বাপ্তিস্ম দিয়েছিলেন পাপ হতে মন ফেরাবার চিন্হ হিসাবে এবং পাপ থেকে মন ফিরিয়েছে ৷
  • যোহনকে “বাপ্তিস্ম দাতা যোহন” বলা হতো কারণ তিনি অনেক লোক কে বাপ্তিস্ম দিয়েছিলেন ৷

(অনুবাদের পরামর্শগুলি: কিভাবে নামের অনুবাদ করা হয়)

(অবশ্য দেখুন: বাপ্তায়জিত, সখরিয়)

বাইবেলের পদগুলি:

বাইবেল থেকে উদাহরণ:

  • 22:02 স্বর্গ দূত সখরিয়কে বললো, তোমার স্ত্রী এক পুত্রের জন্ম দেবে ৷ তুমি তার নাম রাখবে যোহন ৷ সে পবিত্র আত্মায় পরিপূর্ণ হবে, এবং “মসীহর” জন্য লোকেদের তৈরী করবে ৷
  • 22:07 পরে ইলীশাবেত তার এক পুত্রের জন্ম দেয়, সখরিয় ও ইলীশাবেত সেই পুত্রের নাম রাখেন যোহন স্বর্গ দূত যেমনটি বলেছিল ৷
  • 24:01 যোহন ,সখরিয় ও ইলীশাবেতের পুত্র বেড়ে উঠে এবং একজন ভাববাদী হয়ে ওঠে ৷ সে প্রান্তরে বাস করত, বন্য মধু ও পঙ্গপাল খেত, আর উটের লোমের পোশাক পরত ৷
  • 24 :02 অনেক মানুষ প্রান্তরে যোহনের কথা শোনার জন্য আসত ৷ সে তাদের কাছে প্রচার করত “মন ফিরাও, ঈশ্বরের রাজ্য সন্নিকট!”
  • 24 :06 পরের দিন, যোহনের কাছে যীশু এলেন বাপ্তিস্ম নিতে ৷ যখন যোহন তাঁকে দেখলেন র বললেন, “দেখো!” এখানে ঈশ্বরের মেষ যিনি পৃথিবীর সমস্ত পাপকে ধুতে এসেছেন ৷

শব্দ তথ্য:

  • Strong's: G910 G2491