bn_tw/bible/names/zechariahnt.md

2.9 KiB

সখরিয় (নুতন নিয়ম)

তথ্য:

নুতন নিয়মে, সখরিয় একজন ইহুদী যাজক ছিলেন যিনি যোহন বাপ্তাইজের পিতা ছিলেন

  • সখরিয় ঈশ্বরকে ভালোবাসতেন এবং তাকে মান্য করতেন
  • অনেক বছর ধরে সখরিয় ও তার স্ত্রী এলিজাবেথ, সন্তানের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন, কিন্তু সন্তান পাননি। তারপর যখন তারা খুব বৃদ্ধ হয়, ঈশ্বর তাদের প্রার্থনা উত্তর দেন এবং তাদের একটি পুত্র দিয়েছেন
  • সখরিয় ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, তাঁর ছেলে যোহন ভাববাদী হবেন যিনি মশীহের পথ ঘোষণা করবেন এবং প্রস্তুত করবেন।

(অনুবাদের প্রস্তাবনা: কিভাবে নাম অনুবাদ করা হয়)

(এছাড়াও দেখুন: খ্রীষ্ট, এলিজাবেথ, ভাববাদী)

বাইবেল তথ্যসূত্র:

বাইবেলের ঘটনা থেকে উদাহরণ:

  • 22:01 হঠাত এক স্বর্গদূত ঈশ্বরের কাছ থেকে সংবাদ নিয়ে এলো এক বুড়ো যাজকের কাছে যার নাম সখরিয়. সখরিয় এবং তার স্ত্রী, এলিজাবেথ, ঈশ্বরের লোক ছিলেন, কিন্তু তাঁর সন্তান ছিলনা
  • 22:02 দূত তাঁকে বললেন সখরিয়, "তোমার স্ত্রীর একটি পুত্র সন্তান হবে তুমি তার নাম রাখবে যোহন."
  • 22:03 তখনই, সখরিয় কথা বলতে পারেননি .
  • 22:07 তখন ঈশ্বর হতে দিলেন যেন সখরিয় আবার কথা বলেন

শব্দ তথ্য:

  • Strong's: G2197