bn_tw/bible/names/jonathan.md

1.7 KiB

যোনাথন

ঘটনা

পুরাতন নিয়মে অন্তঃত দশজনের নাম যোনাথন আছে ৷ নামের অর্থ হলো “সদাপ্রভু যোগাইবেন” ৷

  • দায়ূদের প্রিয় বন্ধু, যোনাথন, বাইবেলের এক বহুল পরিচিত নাম ৷ এই যোনাথন হলো রাজা সৌলের পুত্র ৷
  • অন্য যোনাথন পুরাতন নিয়মে উল্ল্যেখ আছে তাদের অন্তর্গত হলো মোশির বংশ; রাজা দাউদের ভাগ্নে; অনেক যাজকগণ,অবিয়্থরের পুত্র;এবংপুরাতন নিয়মের লেখক যার বাড়িতে ভাববাদী যিরমীয় বন্দী ছিলেন ৷

(অবশ্য দেখুন : কিভাবে নামের অনুবাদ করা হয়)

(অবশ্য দেখুন : অবিয়েথর, দায়ুদ, মোশি, যিরমিয়, যাজক, সৌল, লেখক)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H3083, H3129