bn_tw/bible/names/abiathar.md

1.4 KiB

অবিয়াথর

সঙ্গা:

অবিয়াথর দাউদ এর সময় ইসরাইলের প্রধান যাজক ছিলেন

  • যখন রাজা সৌল যাজক কে হত্যা করলেন,অবিয়াথর দাউদ এর কাছে জনহীন স্থানে পালিয়া গেল

অবিয়াথর এবং অন্য

  • দাউদ এর মৃত্যুর পর, অবিয়াথর সলোমন এর পরিবর্তে আদোনিও কে রাজা হতে সাহায্য করেন
  • এই কারনে, রাজা সলোমন অবিয়াথর কে তার যাজকত্ব থেকে অপসারিত করেন

(আরো দেখো: সাদক, [সৌল , দাউদ, সলোমন, আদোনিও)

বাইবেল উল্লেখ:

শব্দ তথ্য:

  • Strong's: H54, G8