bn_tw/bible/names/adonijah.md

1.3 KiB

আদোনিয়

সংজ্ঞা :

আদোনিয় রাজা দায়ুদের চতুর্থ সন্তান |

  • আদোনিয় চেষ্টা করেছিল তার ভাই অবশালোম ও আম্মোনের মৃত্যুর পর ইস্রায়েলের ওপর রাজা হতে |
  • যাইহোক ঈশ্বর, প্রতিজ্ঞা করেছিলেন যে দায়ুদের ছেলে শলোমন রাজা হবে; তাই আদোনিয়ার চক্রান্ত উৎখাত হয়েছিল এবং শলোমন রাজা হয়েছিল |
  • যখন আদোনিয়া দ্বিতীয়বার চেষ্টা করল নিজেকে রাজা করার, শলোমন তাকে মেরে ফেললেন |

(অনুবাদের পরামর্শ : কীভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: দায়ুদ, শলোমন)

বাইবেল তথ্যসূত্র

শব্দ তথ্য:

  • Strong's: G138