bn_tw/bible/other/giant.md

1.4 KiB

অতিকায় মানুষ(মহাবীর), অতিকায় মানুষেরা(মহাবীরেরা)

সংজ্ঞা

“অতিকায় মানুষ” শব্দটি বলতে সেই ব্যক্তিকে বোঝানো হয়েছে যে প্রচণ্ড লম্বা ও শক্তিশালী৷

  • গলিয়াৎ, একজন পলেস্টিয় সৈন্য ছিল যে দায়ূদের সঙ্গে যুদ্ধ করেছিল, তাকে ৷ অতিকায় মানুষ বলা হত কারণ খুবই লম্বা ছিল, অতিকায় এবং শক্তিশালী ছিল৷
  • ইস্রায়েলের যে দূতরা কনান দেশের বিষয় অনুসন্ধান করতে গিয়েছিল, তারা বলেছিল যে যার কনান দেশে বসবাস করে তারা অতিকায়৷

(একই সঙ্গে দেখুন: কনান, গলিয়াৎ, পলেস্টিয়)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H1368, H5303, H7497