bn_tw/bible/other/chronicles.md

2.3 KiB

বংশাবলী

সংজ্ঞা:

“বংশাবলী” শব্দটা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটনাগুলির একটি লিখিত নথির কথা উল্লেখ করে ।

  • পুরাতুন নিয়মের দুটো বইকে বলা হয় “বংশাবলীর প্রথম পুস্তক” এবং “বংশাবলী দ্বিতীয় পুস্তক |”
  • বইটি "বংশাবলী" নামে পরিচিত, যা ইস্রায়েলীয় জনগণের ইতিহাসের নথির অংশ, আদমের থেকে প্রত্যেক প্রজন্মের মানুষদের একটা তালিকা দিয়ে শুরু করে।
  • “বংশাবলীর প্রথম পুস্তক" রাজা শৌলের জীবনের শেষ এবং রাজা দায়ূদের রাজত্বের ঘটনাগুলি নথিভুক্ত আছে ।
  • "বংশাবলীর দ্বিতীয় বই" রাজা শলোমনের রাজত্ব এবং অন্যান্য রাজাদের রাজত্ব, মন্দির নির্মাণ এবং যিহূদার দক্ষিণ রাজ্যের থেকে ইস্রায়েলের উত্তরের রাজ্যের বিচ্ছেদ নথিভুক্ত আছে |
  • দ্বিতীয় বংশাবলীর শেষে ব্যাবিলনীয় নির্বাসনের শুরুর কথা বর্ণিত আছে ।

(এছাড়াও দেখুন: ব্যবিলন, দাউদ, নির্বাসন, ইস্রায়েল রাজ্য, যিহুদা, শলোমন)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H1697