bn_tw/bible/other/breastplate.md

3.1 KiB

বুকপাটা, বুকপাটার, বুকের আচ্ছাদন

সংজ্ঞা:

“বুকপাটা” শব্দটা উল্লেখ করে যুদ্ধোপকরণের/বর্মের একটা অংশের কথা যা বুকের সামনের দিকটা ঢেকে রাখে যুদ্ধের সময় একজন সৈন্যকে রক্ষা করার জন্য | "বুকের আচ্ছাদন” উল্লেখ করে একটা বিশেষ পোশাকের যা ইস্রায়েলীয় মহাযাজক তার বুকের সামনের অংশে পরতেন |

  • একটি সৈনিক দ্বারা ব্যবহিত একটি “বুকপাটা” কাঠ, ধাতু বা পশুর চামড়া দিয়ে তৈরী হতে পারে | এটা তৈরী হয়েছিল তীর, বল্লম বা তলোয়ারের আঘাতে সৈনিকের বুক ভেদ হওয়া থেকে আটকানোর জন্য |
  • ইস্রায়েলীয় মহাযাজক দ্বারা ধৃত “বুকের আচ্ছাদন” কাপড়ের তৈরী ছিল এবং এটায় মূল্যবান পাথর এতে লাগানো ছিল | যাজক এটা পরতেন যখন তিনি মন্দিরে ঈশ্বরের সেবা কার্য্য করতেন/ মন্দিরে ঈশ্বরের সেবা কার্য্য করার সময় যাজক এটা পরতেন |
  • অন্যভাবে “বুকপাটা” শব্দটা অনুবাদ অন্তর্গত করতে পারে “ধাতুর রক্ষনশীল বুকের আচ্ছোদন” বা “বুকের রক্ষা কবজ |”
  • “বুকের আচ্ছাদন” শব্দটা এভাবেও একটা শব্দ দিয়ে অনুবাদ করাযায় যার মানে “বুকের আচ্ছাদিত যাজকীয় পোশাক” বা “যাজকীয় পোশাকের অংশ” বা “যাজকীয় পোশাকের সামনের অংশ |”

(এছাড়াও দেখুন : বর্ম, মহাযাজক, ভেদ, যাজক, মন্দির, যোদ্ধা)

বাইবেল তথ্যসূত্র :

শব্দ তথ্য:

  • Strong's: H2833 , H8302, G2382