bn_tw/bible/names/zebulun.md

1.6 KiB

সবূলূন

তথ্য:

সবূলূন, যাকোব ও লেহের শেষ সন্তান এবং ইস্রাযেলের বারো গোষ্ঠীর একজনের নাম ছিল।

  • সবূলূনের ইস্রায়েলীয় গোষ্ঠীকে লবণ সমুদ্রের সরাসরি পশ্চিম দিকে স্থান দেওয়া হয়েছিল।
  • কখনও কখনও নাম " সবূলূন " এই ইস্রায়েলীয় উপজাতি বসবাস যেখানে, সেই স্থানের নাম বোঝাতেও ব্যবহৃত হয়।

(অনুবাদের প্রস্তাবনা: কিভাবে নাম অনুবাদ করা হয়)

(দেখুন: যাকব, লেহা, লবন সাগর, ইস্রায়েলের বারো গোত্র)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H2074, H2075, G2194