bn_tw/bible/names/shechem.md

1.9 KiB

শিখিম

তথ্য:

শিখিম জেরুজালেমের 40 মাইল উত্তর দিকে অবস্থিত কনানের একটি শহর ছিল. শিখিম পুরাতন নিয়মের একজন মানুষের নাম ছিল.

  • শিখিমের শহর যেখানে যাকোব তার ভাই এসোর সঙ্গে মিলিত হওয়ার পর তার স্থায়ী বসবাসের জায়গা হিসাবে ঠিক করেছিল.
  • যাকোব শিখিমের হেমের হেমের ছেলেদের কাছ থেকে জমি কিনেছিলেন. এই জমি পরে তার পরিবারের সমাধিস্থল হয়ে ওঠে এবং তার পুত্র তাকে কবর দেয় ওই জায়গাতেই.

হমোরের ছেলে শিখিম যাকোবের কন্যা দীনাকে ধর্ষণ করে, যার ফলে যাকোবের ছেলেরা শিখিম শহরের সমস্ত লোককে হত্যা করে।.

(অনুবাদ পরামর্শ: হমোর

(আরো দেখুন: কনান, এসৌ, হমোর, হিব্বীয়, যাকোব)

বাইবেল তথ্য:

শব্দ তথ্য:

  • Strong's: H7928, H7930