bn_tw/bible/names/hivite.md

1.8 KiB

হিব্বীয়, হিব্বীয়গণ

ঘটনা:

হিব্বীয়রা ছিল কনানের বসবাসকরি সপ্তম তম বৃহত্তম গোষ্ঠী৷

  • এই সমস্ত গোষ্ঠীগুলি, এদের মধ্যে হিব্বীয়রাও, নোহর পুত্র কনানের বংশধর ছিল৷
  • শেকেম এক হিব্বীয় যাকোবের মেয়ে দিনার শ্লীলতাহানি করে এবং তার ভাইয়েরা প্রতিশোধ হিসাবে অনেক হিব্বীয়দের মেরে ফেলেছিল৷
  • যখন যিহোশুয় কনান দখল করার জন্য ইসরায়েলিয়দের নেতৃত্ত্ব দেন, তখন ইস্রায়েলিয়রা কনান দখল করার পরিবর্তে হিব্বীয়দের সঙ্গে এক প্রতারণার চুক্তি করেছিল৷

(অনুবাদের পরামর্শগুলি: নামের অনুবাদ)

(অবশ্য দেখুন: কনান, হামর, নোহ, সেখেম)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H2340