bn_tw/bible/names/naaman.md

2.9 KiB

নামান

ঘটনা:

পুরাতন নিয়মে, নামান ছিল অরাম রাজের সৈন্যদলের সেনাপতি |

  • নামানের একটা সাংঘাতিক চামড়ার রোগ ছিল যাকে কুষ্ঠ বলা হয় যা সারতো না |
  • একটা যিহুদী দাস নামানের পরিবারের তাকে বলে ছিল যেতে ভাববাদী ইলীশায়কে বলতে তাকে সুস্থ করতে |
  • ইলীশায় নামানকে যর্দ্দন নদীতে সাতবার স্নান করতে বলেছিল | যখন নামান বাধ্য হল, ঈশ্বর তাকে সুস্থ করলেন তার রোগ থেকে |
  • ফলস্বরূপ, নামান একমাত্র সত্য ঈশ্বরকে, সদাপ্রভুকে বিশাস করলেন |
  • দুজন অন্য মানুষের নাম ছিল নামান যারা যাকোবের বংশধর বিন্যামিনের সন্তান |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: অরাম,যর্দ্দন নদী,কুষ্ঠ,ভাববাদী)

বাইবেল তথ্যসূত্র:

বাইবেলের গল্প থেকে উদাহরণ :

  • 19:14 একটা অলৌকিক কাজ ঘটেছিল নামানের, একটা শত্রু সেনাপতির, যার একটা সাংঘাতিক চামড়ার রোগ ছিল |
  • 19:15 প্রথমদিকে নামান রাগ করেছিল এবং তা করেনি কারণ এটা বোকাম মনে হচ্ছিল | কিন্তু পরে সে তার মন পরিবর্তন করে এবং যর্দ্দন নদীতে সাতবার ডুব দেন |
  • 26:06 “তিনি (ইলীশায়) একমাত্র নামানের চামড়ার রোগ সুস্থ করেন, ইস্রায়েলের শত্রু এক সেনাপতি |”

শব্দ তথ্য:

  • Strong's: H5283, G3497