bn_tw/bible/names/maacah.md

1.7 KiB

মাখা

ঘটনা:

মাখা (বা মাখা ) আব্রাহামের ভাই নাহোরের এক ছেলে ছিল | পুরাতন নিয়মে অন্য লোকেদেরও এই নাম ছিল |

  • মাখা শহর বা বেথ মাখা অবস্থিত ছিল ইস্রায়েলের উত্তরে, নপ্তালি গোষ্ঠী দ্বারা অধিকৃত অঞ্চলে |
  • এটা একটা গুরুত্বপূর্ণ শহর ছিল এবং আনেক বার শত্রুদের দ্বারা আক্রমন হয়েছে |
  • মাখা আনেক মহিলার নাম ছিল, এর মধ্যে দাউদের ছেলে অবশালোমের মাও অন্তর্ভুক্ত |
  • রাজা আসা তার ঠাকুমা মাখাকে রানী পদ থেকে সরিয়ে দিয়েছিলেন কারণ সে আশেরা পূজা শুরু করেছিল |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: আসা, আশেরা,নাহোর, নপ্তালি, ইস্রায়েলের বারো গোষ্ঠী)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H4601