bn_tw/bible/names/korah.md

1.6 KiB

কোরোহ, কোরোহ সন্তানগণ, কোরোহ সন্তানগণ

সংজ্ঞা:

পুরানো নিয়মে তিনজনের নাম ছিল কোরোহ৷

  • এষৌ এর এক ছেলের নাম ছিল কোরোহ৷ সে তার সমাজের এক নেতা হয়েছিল৷
  • এছাড়াও লেবীর এক বংশ ছিল কোরোহ তারা সমাগম তাম্বুতে যাজক রূপে সেবা করত৷ সে মোশি ও হারন এর ওপরে ঈর্ষান্বিত হয়ে ওঠে এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে এক দলকে পরিচালনা করেন৷
  • যিহুদার বংশধর রূপে তৃতীয় ব্যক্তি কোরোহর নাম নথিভুক্ত আছে৷

(দেখুন:হারন,অধিকার,কালেব,বংশধর,এষৌ,যিহুদা,যাজক)

বাইবেল পদ:

শব্দ তথ্য:

  • Strong's: H7141