bn_tw/bible/names/job.md

2.4 KiB

ইয়োব

ঘটনা

ইয়োব ছিল এক মানুষ যিনি বাইবেলে ঈশ্বরের দৃষ্টিতে নির্দোষ ও ধার্মিক হিসাবে পরিচিত ছিলেন ৷ তিনি তার দুঃসময়ে যন্ত্রণার মধ্যে সত্য রক্ষা করার জন্য বিশেষ ভাবে পরিচিত ৷

  • ইয়োব ঊষ নামক দেশে বাস করতেন, যা ছিল কনানের পূর্ব দিকের কথাও, সম্ভবত ইদোমিয়দের প্রদেশের নিকটে ৷
  • এই রকম কথিত আছে যে তিনি ঈষৌ ও যাকোবের কালে বাস করতেন, কারণ তার এক বন্ধু “তৈমনীয়” যে ছিল ঈষৌর বংশের নাতি ৷
  • পুরাতন নিয়মে ইয়োব ও আরো অন্য লোকেরা কিভাবে তার যন্ত্রণার বর্ণনা করেছে সেই কথাই তুলে ধরেছে ৷ এটা অবশ্য ঈশ্বরের সৃষ্টির প্রতাপের ও শাসনের প্রকাশ ৷
  • পরে ইয়োবের সব কষ্টকে ঈশ্বর দূর করেন ও তাকে তার অনেক বেশী সন্তান সম্পত্তি ফিরিয়ে দেন ৷
  • ইয়োবের পুস্তকে বলা হয়েছে যে তিনি অনেক বৃদ্ধ হয়ে মারা যান ৷

(অনুবাদের পরামর্শ : কিভাবে নামের অনুবাদ হয়)

(অবশ্য দেখুন: আব্রাহাম, ঈষৌ, বন্যা, যাকোব, লোকের দল)

বাইবেলের পদসমূহ

শব্দ তথ্য:

  • Strong's: H347, H3102, G2492