bn_tw/bible/names/jehoiada.md

1.9 KiB

যিহোয়াদা

ঘটনা:

যিহোয়াদা ছিলেন একজন যাজক যে কিনা আহসিয়ের পুত্র যোয়াশকে রক্ষা করেছিলেন যতদিন তার বয়স রাজা হবার যোগ্য না হয় ৷

  • যিহোয়াদা ছোট্ট যোয়াশকে রক্ষা করার জন্য একশত দেহরক্ষী রেখেছিলেন যখন মন্দিরের লোকেরা তাকে রাজা বলে ঘোষনা করে ৷
  • যিহোয়াদা লোকদের মিথ্যা দেবতার সমস্ত বেদী থেকে মুক্ত করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন ৷
  • তার অবশিষ্ট জীবনের জন্য, যিহোয়াদা যাজক রাজা যোয়াশকে ঈশ্বরের বাধ্য ও প্রজাদের বুদ্বিমানের মত শাসন করতে সাহায্য করেছিলেন ৷
  • যিহোয়াদা নামের আরেক ব্যাক্তি ছিলেন যিনি ছিলেন বেনিয়ার পিতা ৷

(অনুবাদের পরামর্শ : কিভাবে নামের অনুবাদ করা হয়))

(অবশ্য দেখুন: আহসিয়, বাল, বেনিয়া, যোয়াশ)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H3077, H3111