bn_tw/bible/names/benaiah.md

1.6 KiB

বনায়

সংজ্ঞা:

বনায় নামটা পুরাতন নিয়মে অনেক লোকের ছিল |

  • যিহোয়াদার ছেলে বনায় ছিল দায়ুদের একজন শক্তিশালী লোক | সে ছিল একজন দক্ষ যোদ্ধা এবং দায়ুদের দেহরক্ষী হিসাবে নিযুক্ত করা হয়েছিল |
  • যখন শলোমন রাজা হয়েছিলেন, বনায় তাঁকে সাহায্য করেছিলেন তাঁর শত্রুদের উত্খাত করতে | সে শেষপর্যন্ত ইস্রায়েলীয় সেনা বাহিনীর প্রধান হয়েছিলেন |
  • পুরাতন নিয়মে অন্য লোকেদের নাম বনায় অন্তর্গত তিন লেবীয়: একজন যাজক, একজন সঙ্গীতকার এবং একজন অসফের বংশধর |

(এছড়াও দেখুন: অসফ, যিহোয়াদা, লেবীয়, শলোমন)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H1141