bn_tw/bible/names/haran.md

1.6 KiB

হারন

ঘটনা:

হারন হচ্ছে আব্রাম এর ছোট্ট ভাই ও লটের বাবা ।

  • হারান হচ্ছে একটি শহরের নাম যেইখানে আব্রাম ওহ তার পরিবার বাস করতো, যখন তারা উর থেকে কনানের দিকে যাত্রা করছিল ।
  • আরেকজন বেক্তির নাম হারান তিনি কলেবর ছেলে ।
  • বাইবেলে একটি তৃতীয় বেক্তি নাম হরণ তিনি লেবির পুত্র ছিলেন ।

(অনুবাদ প্রসঙ্গ : কি ভাবে নামের অনুবাদ করতে হয়)

(আরো দেখো : অব্রাহাম, কালেব, কনান, লেবি, লোট, তেরহ, উর)

বাইবেলের পদগুলো :

শব্দ তথ্য:

  • Strong's: H2039