bn_tw/bible/names/lot.md

1.9 KiB

লোট

ঘটনা :

লোট ছিল আব্রাহামের ভাইপো |

  • সে ছিল আব্রাহামের ভাই হারনের ছেলে |
  • লোট আব্রাহামের সঙ্গে কোনান দেশে যাত্রা করেছিলেন এবং সদোম শহরে স্থায়ী হয়েছিলেন |
  • লোট ছিল মোয়াবীয় এবং আম্মোনীয়দের বংশধর |
  • যখন শত্রু রাজা সদোম আক্রমন করল এবং লোটকে বন্দী করল, আব্রাহাম একয়েক শত লোক নিয়ে এলেন লোটকে উদ্ধার এবং তার জিনিসপত্র পুনরুদ্ধার করার জন্য |
  • সদোম শহরে বাসকারী লোকেরা ছিল অত্যন্ত খারাপ, তাই ঈশ্বর সেই শহর ধ্বংস করেছিলেন | তিনি প্রথমে লত এবং তার পরিবারকে সেই শহর ছাড়তে বলেছিলেন যাতে তার পালাতে পারে |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: আব্রাহাম, আম্মোন, মোয়াব, সদোম)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H3876, G3091