bn_tw/bible/names/girgashites.md

1.8 KiB

গির্গাশীয়

বিষয়বস্তু

গির্গাশীয়রা হল একটি গোষ্টি যারা কনান দেশের গালীল সমুদ্রের কাছে বসবাস করত৷

  • তারা হামের পুত্র কনানের বংশধর ছিল আর তাই এরাও আরো অন্যান্য গোষ্ঠীদের মত “কনানীয়” নামে পরিচিত৷
  • ঈশ্বর ইস্রায়েলীয়দের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে, তিনি তাদের গির্গাশীয় ও অন্যান্য কনানীয় লোকদের পরাজিত করতে সাহায্য করবেন৷
  • অন্যান্য কনানীয় লোকেদের মতই এই গির্গাশীয়রাও মিথ্যা ঈশ্বরের আরাধনা করত এবং সেই আরাধনার অংশ হিসেবে অনৈতিক কাজ করত৷

(অনুবাদের আভাস: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(একই সঙ্গে দেখুন: কনান , হাম, নোহ)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H1622