bn_tw/bible/names/gibeon.md

3.2 KiB

গিবিয়োন, গিবিয়োনীয়, ৷ গিবিয়োনীয়রা

বিষয়বস্ত

গিবিয়োন একটি শহর যা যিরুশালেমের ১৩ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে অবস্থিত ছিল৷ যারা গিবিয়োনে বসবাস করেন তাদের গিবিনীয় বলে৷

  • যখন গিবিয়োনীয়রা ইস্রায়েলীয়দের বিষয় শুনতে পেল যে তারা কিভাবে যিরীহো ও অয় শহরগুলিকে ধ্বংস করেছে, তখন তারা ভয় পেয়েছিল৷
  • তাই গিবিয়োনীয়রা গিলগলে ইস্রায়েলের নেতাদের কাছে মিথ্যা ভান করে দেখিয়েছিল যে তারা অনেক দূর দেশের লোক৷
  • ইস্রায়েলের নেতারা ঠকে গিয়েছিলেন এবং গিবিয়োনীয়দের সঙ্গে চুক্তি করেছিলেন যে তারা তাদেরকে কখনো ধ্বংস করবেন না বরং রক্ষা করবেন৷

(একই সঙ্গে দেখুন: গিলগল, যিরীহো, যিরুশালেম)

বাইবেলের পদসমূহ:

বাইবেলের গল্প থেকে বিভিন্ন উদাহরণ:

  • 15:06 কিন্তু কনানীয়দের মধ্যে একদল লোক যাদের গিবিয়োনীয় বলা হয়,----- তারা যিহোশূয়োকে মিথ্যা কথা বলেছিল যে তারা কনানের থেক অনেক দূর দেশ থেকে এসেছে৷
  • 15:07 কিছুদিন পরে কনানীয়দের ও অমরীয়দের লোকেরা যখন শুনতে পেল যে---- গিবিয়োনীয়রা ইস্রায়েলীয়দের সঙ্গে এক শান্তির চুক্তিতে আবদ্ধ হয়েছে, তখন তারা সবাই মিলে একটি বড় সৈন্যদল তৈরী করে গিবিয়োন আক্রমন করেছিল৷
  • 15:08 তাই যিহোশূয়ো ইস্রায়েলীয়দের একত্রিত করে সারারাত পদযাত্রা করেছিল গিবিয়োনীয়দের কাছে যাওয়ার জন্য ৷

শব্দ তথ্য:

  • Strong's: H1391, H1393