bn_tw/bible/names/gilgal.md

2.7 KiB

গিলগল

বিষয়বস্ত

গিলগল একটি শহর ছিল এবং যেটি যিরীহোর উত্তর দিকে অবস্থিত ছিল, এটিই ছিল সেই জায়গা যেখানে প্রথম ইস্রায়েলীয়রা যর্দন নদী পার করে কনানে প্রবেশ করার জন্য শিবির স্থাপন করেছিল৷

  • গিলগলে, যিহোশূয়ো শুকনো যর্দন নদীর যেটি তারা পার করে এসেছেন তার মধ্য থেকে বারোটি পাথর নিয়ে সেখানে স্তরে স্তরে সাজিয়ে রেখেছিলেন৷

গিলগল ছিল সেই শহর যেখানে এলিয় ও ইলীশায় বসবাস করতেন এবং যখন তাঁরা যর্দন নদী পার করলেন তখন এলিয়কে স্বর্গে তুলে নেওয়া হয়৷

  • পুরাতন নিয়মে আরো অনেক জায়গা ছিল যেগুলির নামও “গিলগল” ছিল৷
  • "গিলগল” শব্দের অর্থ হল “পাথরের বৃত্ত,” সম্ভবত সেই স্থানকেই এটা ইঙ্গিত করে যেখানে পাথরের একটি বৃত্তাকার বেদী তৈরী করা হয়েছিল৷
  • পুরাতন নিয়মে এই নাম “গিলগল” প্রায় সব সময় দেখতে পাওয়া গিয়েছে৷ এটি হয়ত এই ইঙ্গিতও করে যে এটি কোনো বিশেষ জায়গা ছিল না বরং এটি একটি নির্দিষ্ঠ জায়গার বিবরণকে বোঝায়৷

(অনুবাদের আভাস: নামের অনুবাদ)

(একই সঙ্গে দেখুন: এলিয়, ইলীশায়, যিরীহো, যর্দন নদী)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H1537